parbattanews

বিজিবির সেক্টর স্থাপনের প্রতিবাদে দীঘিনালায় ভূমি রক্ষা কমিটির মানববন্ধন

dighinala pic, 19-05-2014 -(02),
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায় বিজিবি সেক্টর স্থাপনের প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে ভূমি রক্ষা কমিটি। সোমবার উপজেলার লারমা স্কয়ার সংলগ্ন কলেজ গেইট এলাকায় এক ঘন্টার মানব বন্ধন কমসূচিতে বির্তকিত জমির মালিক ছাড়াও বাবুছড়া এবং দীঘিনালা ইউনিয়নের শতাধিক লোকজন অংশ গ্রহণ করে।

মানব বন্ধন শেষ হওয়ার পর দীঘিনালা কলেজ গেইটের সামনে দীপংকর চাকমার সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মানবন্ধন কর্মসূচিতে বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুগত চাকমার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিতর্কিত জমির মালিক অরবিন্দ চাকমা, নতুন চন্দ্র কার্বারী, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, কবাখালী  ইউপি চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, মুড়পাড়া এলাকার বাসিন্দা তরুণ তপন চাকমা, পার্বত্য নারী সংঘ প্রতিনিধি মিসেস. প্রতিভা চাকমা নতুন চন্দ্র চাকমা প্রমুখ।

বক্তারা জানান, বিতর্কিত ভূমি উদ্ধার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। এ আন্দোলনে সকলকে অংশ নেয়ার জন্য আহবান জানান।

Exit mobile version