parbattanews

বিজিবি-বিএসএফ মৈত্রী সাইকেল র‌্যালি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএসএফ’র উদ্যোগ বিজিবি-বিএসএফ মৈত্রী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধীনস্থ কান্তালং বিওপির সীমান্ত পিলার ২৩০০ (মেইন পিলার) এর শুণ্য লাইনে ভারতের পার্শ্বে বিজিবি-বিএসএফ মৈত্রি সাইকেল র‌্যালি শুরু হয়।

র‌্যালি উদ্বোধন করেন, যৌথভাবে বিজিবি’র পক্ষে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মােহাম্মদ মাজহারুল ইসলাম, পিএসসি, জি এবং ভারতের এর পানি সাগরের সেক্টর কমান্ডার, ডিআইজি শ্রী রাজীব।

এসময় উপস্থিত ছিলেন, ভারতের আইজল সেক্টর এর ডেপুটি ডিআইজি সি.পি মিনা, ১৪৫ বিএসএফ ব্যাটালিয়ন এর কমান্ড্যান্ট শ্রী আর.পি উদিত, ৯০ বিএসএফ ব্যাটালিয়নের উপ অধিনায়ক শ্রী নিলন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিএসএফ এর উদ্যোগ বিজিবি-বিএসএফ মৈত্রী সাইকেল র‌্যালিতে বিজয়ীদের পুরস্কার তুলে দেন, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মােহাম্মদ মাজহারুল ইসলাম, পিএসসি, জি এবং ভারতের এর পানিসাগরের সেক্টর কমান্ডার, ডিআইজি শ্রী রাজীব।পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মােহাম্মদ মাজহারুল ইসলাম, পিএসসি, জি এবং ভারতের এর পানিসাগরের সেক্টর কমান্ডার, ডিআইজি শ্রী রাজীব, বাংলাদেশ এবং ভারত উভয় দেশের মধ্যে ভবিষ্যতে এধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার বিষয়ে আলােচনা করা হয়।

Exit mobile version