parbattanews

নাইক্ষ্যংছড়িতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর করলো মিয়ানমার

Chandina_324952850

পার্বত্যনিউজ রিপোর্ট:

নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত বিজিবি’র নায়েক সুবেদার মিজানুরের লাশ হস্তান্তর করেছে বিজিপি। আজ বিকাল ৫.৪৫ মিনিটে সীমান্তের ৫২ নম্বর পিলারের কাছে এ লাশ হস্তান্তরের ঘটনা ঘটে। 

এর আগে বাংলাদেশের তরফ থেকে স্থানীয় ব্যাক্তি নিগোসিয়েশনের জন্য মিয়ানমার যায়। এদের দু’জন হলো মৌলভী রশিদ ও উলা মং মারমা। বাকি দুই জনের নাম জানা যায়নি। তারা ফিরে আসার পর বিজিবি’র মেজর তারেক ও এডি মোশাররফ ৫২ নম্বর পিলার এলাকায় গিয়ে লাশ সনাক্ত করে নিয়ে আসে। দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 

সীমান্তের পরিস্থিতি এখনো থমথমে। দুই পক্ষই নিজ অবস্থানে সৈন্য সমাবেশ করে মুখোমুখি অবস্থান করছে। আজ বাংলাদেশ পক্ষ থেকে আরো বেশ কিছু সৈন্য নাইক্ষ্যংছড়ি সীমান্তে মোতায়েন করা হয়। তাদেরকে খাগড়াছড়ি ও রাঙামাাট থেকে এনে মোতায়েন করা হয়েছে।  

Exit mobile version