parbattanews

`বিজয়’ জনগণকে উৎসর্গ করলেন আলীকদম উপজেলা চেয়ারম‌্যান কালাম

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে গিয়ে দল থেকে বহিষ্কার হন বান্দরবানের আলীকদম উপজেলা চেয়ারম‌্যান মো. আবুল কালাম।

তিনি ওই উপজেলার প্রভাবশালী বিএনপি নেতা ছিলেন। দলের অবাধ‌্য হয়ে জনগণের দাবীর প্রেক্ষিতে নির্বাচন করতে গিয়ে অনেক কাঠ খড়ও পুড়াতে হয়েছে। মামলার আসামি হয়েছে তাঁর অনেক কর্মী সমর্থকরা।

সবিশেষে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে টানা তৃতীয় বারের মত উপজেলা পরিষদ চেয়ারম‌্যান নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত মো. আবুল কালাম তৃতীয় বারের মত উপজেলা চেয়ারম‌্যানের শপথ গ্রহণ করেছেন।

শপথের পর আবুল কালাম এক প্রতক্রিয়ায় জানান- আল হামদুলিল্লাহ চট্টগ্রামের ঐতিহাসিক সার্কিট হাউজে জনপ্রতিনিধি হিসেবে চতুর্থবার এবং আলীকদম উপজেলার পরিষদে একাধারে চেয়ারম‌্যান হিসেবে তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করেছি। এই শপথের মাধ‌্যমে সরকারের বিধি অনুযায়ী পূর্ণাঙ্গ স্বীকৃতি পেলাম।

শ্রদ্ধাভাজন জনগণ কর্তৃক ভোটের মাধ্যমে আমাকে দেওয়া এই গুরুত্বপূর্ণ সম্মান, আলীকদম উপজেলার সকল সম্প্রদায়ের সম্মানিত জনগণকে উৎসর্গ করলাম।

আগামী দিনগুলোতে মানুষর দ্বিধাবিভক্তি ভুলে দেশের উন্নয়নে কাজ করতে সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।

Exit mobile version