বিদ্যুতের দাম কমাচ্ছে পাকিস্তান

fec-image

গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ রুপি করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে এ লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছে।

ইসলামাবাদে আসীন কেন্দ্রীয় সরকারের জ্বালানি বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

দক্ষিণ এশিয়া অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে পাকিস্তানে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি। এই মুহূর্তে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গ্রাহকদের ব্যয় করতে হচ্ছে ৪১ দশমিক ৪৮ রুপি।

বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় গত কয়েক বছর ধরে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হচ্ছে পাকিস্তানকে। বিদ্যুতের দাম বৃদ্ধির এটি প্রাথমিক কারণ। আরেকটি বড় কারণ হলো বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়।

মোট ২১টি বেসরকারি উৎপাদন কেন্দ্রের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি ছিল কেন্দ্রীয় সরকারের। গত ডিসেম্বরে চুক্তিগুলো যাচাই করার পর ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল করেছে ইসলামাবাদ, বাকি ১৬টির সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলোও সংস্কার করা হচ্ছে। সংস্কার শেষ হলে বিদুৎ ক্রয় খাত থেকে প্রতি বছর ৫৫ হাজার ১০০ কোটি রুপি সাশ্রয় করা সম্ভব হবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের সূত্র।

এছাড়া পাকিস্তানে বর্তমানে ৮টি এমন বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যেগুলোর মূল কাঁচামাল আখের ছোবড়া। এসব কেন্দ্রের ওপর আরোপিত শুল্কও যাচাই ও সংস্কার করা হচ্ছে। এই কাজটি শেষ হলে এই আট বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি বছর ৮৮৩ কোটি রুপি সাশ্রয় করা সম্ভব।

গ্রাহকের ওপর চেপে থাকা বিদ্যুতের বিলের চাপ কমানোর কাজে সাশ্রয়কৃত এই অর্থ ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। সেই সিদ্ধান্তের ফলাফল হিসেবেই দেশটিতে কমছে বিদ্যুতের দাম।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জিও নিউজকে বলেন, “পাকিস্তানে এখন বহুমুখী উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সম্প্রতি সৌর বিদ্যুৎকেন্দ্র ও উইন্ডমিল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। আগে বিদ্যুৎ খাতে যে ব্যয় হতো— তার চেয়ে অল্প ব্যয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ আসছে। এসব কারণেই বিদ্যুতের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

প্রসঙ্গত, পাকিস্তানে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ বিদ্যুতের উৎপাদন সম্প্রতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি ২০২৪ সালের শেষ নাগাদ পাকিস্তানে সৌর বা সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ পৌঁছাবে ১৭ গিগা ওয়াটে, যা দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের এক তৃতীয়াংশ।

“আপাতত প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ রুপি কমানো হবে। আগামী মার্চ মাসে এই ছাড়ের পরিমাণ হবে প্রতি ইউনিটে ১২ রুপি”, জিও নিউজকে বলেন ওই কর্মকর্তা।

সূত্র : জিও নিউজ

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন