parbattanews

বিদ্যুতের দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে বান্দরবানের বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে বান্দরবান বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যুৎ অফিসের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয় । এসময় অংশ নেন জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশে জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি মাম্যা চিং।

সমাবেশে বর্তমান সরকার বিদ্যুত খাতে কোটি টাকা দুর্নীতি ও লুটপাট করার কারণে গোটা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। সমাবেশ শেষে বান্দরবান নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা নেতৃবৃন্দ।

কর্মসূচিতে জেলা বিএনপির সহ-সভাপতি লুসাইমং, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির সভাপতি নরুল ইসলাম, সদর উপজেলা সদস্য সচিব চনুমং, যুবদলের সভাপতি মাসুম সহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

বিদ্যুতের দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Exit mobile version