parbattanews

বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় মানিকছড়িতে জাতীয় শোক দিবস পালিত

জাতিরজনক ও হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মানিকছড়িতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় দিবসটি পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নিজ নিজ উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

পরে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধা, বিভিন্ন দপ্তর ও সামাজিক সংগঠন।

পরে উপজেলা পরিষদ চত্বরে দেবদারুর চারা রোপণ করেন অতিথিরা।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) রিফাত আসমা, অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিষদ হল রুমে ইউএনও তামান্না মাহমুদ এর সভাপতি অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ, যুব ঋণ বিতরণ করা হয়।

Exit mobile version