parbattanews

বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ প্রদান করেছে রাঙামাটি সেনাজোন

রাঙামাটি সদর সেনাজোন দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শুভলং আর্মি ক্যাম্প কর্তৃক কেংরাছড়ি পাড়াকেন্দ্র এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ প্রদান কার্যক্রম পরিচালনা করেছে।

চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমটি দিনব্যাপি পরিচালনা করা হয়।

যার মাধ্যমে সর্বমোট ২৪০ জন অসুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত স্থানীয় জনগণকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে রাঙামাটি সিএমএইচ থেকে দক্ষ ডাক্তার, মেডিকেল সদস্য এবং শুভলং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন।

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের জনসাধারণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করে সেনাবাহিনীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Exit mobile version