রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন | তিনি বলেন, মূল অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। এ সময় কিছু সংখ্যক বিদেশী বিনিয়োগকারী বক্তব্য দেবেন। সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব আর কী করলে বাংলাদেশ বিনিয়োগের জন্য বেটার ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠা পাবে।চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের শীর্ষস্থানীয় প্রায় ৬ শতাধিক দেশী-বিদেশী বিনিয়োগকারী এ সম্মেলনে অংশ নেবেন।আজ রোববার (৬ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ওই বিনিয়োগ সম্মেলনে কী কী ইভেন্ট থাকছে তা তুলে ধরেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।তিনি বলেন, মূল অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। এ সময় কিছু সংখ্যক বিদেশী বিনিয়োগকারী বক্তব্য দেবেন। সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব আর কী করলে বাংলাদেশ বিনিয়োগের জন্য বেটার ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠা পাবে।উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজন বিনিয়োগকারীকে পুরস্কৃত করা হবে বলে তিনি উল্লেখ করেন। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।তিনি জানান, আমরা নাসার সঙ্গে নন-মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষরের চিন্তা করছি। চুক্তি স্বাক্ষরের দিন আমরা বিস্তারিত জানাতে পারব।