parbattanews

বিপুল চাকমাসহ চার নেতার হত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্র ধর্মঘট পালিত

বিপুল চাকমাসহ ইউপিডিএফ ভুক্ত চার ছাত্র ও যুব নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), পার্বত্য নারী সংঘ, হিল উইম্যান্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের আহ্বানে পানছড়িতে ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।

রবিবার (৪ ফেব্রুয়ারি) পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), পার্বত্য নারী সংঘ, হিল উইম্যান্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের আহ্বানে পানছড়িতে ছাত্র ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।

হত্যার ঘটনায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের আঙ্গিনাগুলোতে দেখা গেছে সুনসান নীরবতা। বাঙালি অধ্যুষিত হাতেগোনা কয়েকটি বিদ্যালয় ছাড়া বেশিরভাগ বিদ্যালয়ে ছিল শিক্ষার্থীশূন্য। শিক্ষকদের দেখা গেছে অলস সময় পার করতে।

সরেজমিনে গেলে দেখা যায়, উপজেলার পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়, লোগাং উচ্চ বিদ্যালয়, পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেংগী সারিবালা কলেজ, পানছড়ি সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায় শিক্ষার্থীশূন্য। শিক্ষার্থীদের পদচারণায় যেখানে সব সময় থাকতো মুখরিত আজকে ছিল সব ফাঁকা। প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা থাকলেও কোন শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি বলে জানায় কয়েক শিক্ষক।

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা সভাপতি সুনীল ময় চাকমা জানান, ধর্মঘট সফলভাবে পালিত হয়েছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। ধর্মঘটে স্বতঃস্ফূর্ত সাড়া প্রদান করায় সকলের প্রতি কৃতজ্ঞতার কথা জানান তিনি।

Exit mobile version