বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল পানছড়ির ৩ বিজিবি
নভেম্বর ২০২১ সাল থেকে সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে আসা জব্দকৃত পাঁচ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ২টায় ৩ বিজিবি লোগাং জোন সদর দপ্তরে সামরিক ও বে-সামরিক প্রশাসনের সমন্বয়ে গঠিত পর্য়দের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়। যার মাঝে রয়েছে বিদেশী মদ, বিয়ার ও গাঁজা।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূূঁইয়া বলেন, পানছড়িকে মাদকমুক্ত করে সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে তিনি অভিমত ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. আবদুল খালেক পাটোয়ারী, মাটিরাঙা সার্কেল আবু জাফর মো. ছালেহ ও পানছড়ি থানার ওসি মো. জসীম উদ্দিন।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর থেকে পানছড়ি তথা লোগাং জোনের দায়িত্বভার গ্রহনের পর থেকেই মাদকমুক্ত সীমান্ত এবং মাদকমুক্ত পানছড়ি গড়ার লক্ষ্যে দুর্গম এই পাহাড়ি এলাকায় নিরলসভাবে কাজ করে আসছে।