parbattanews

বিভাগীয় দল ও বিকেএসপিতে পানছড়ির রাশেদ-ইমন 

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

ঢাকা বসুন্ধরা কিংস অনুর্ধ্ব ১৭ ফুটবল দলে ইয়েস কার্ড পাওয়া পানছড়ির তরুণ ফুটবলার রাশেদ এবার সুযোগ পেয়েছে চট্টগ্রাম বিভাগীয় অনুর্ধ্ব ১৬ ফুটবল দলে। নিজ যোগ্যতায় খাগড়াছড়ি জেলা থেকে একমাত্র জায়গা করে নেয়া রাশেদ চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে খেলার জন্য সে শনিবার রাতে চট্টগ্রাম থেকে দলের সাথে ঢাকায় যাবে। পানছড়ি ফুটবল একাডেমির অত্যন্ত পরিশ্রমী উদীয়মান মিডফিল্ডার রাশেদ পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যয়নরত। সে দমদম গ্রামের আবদুর রবের ছেলে।

যোবাইর ইমন: বয়সে একেবারে তরুণ যোবাইর ইমন বয়স চৌদ্দ পূর্ণ হবার আগেই সুযোগ করে নেয় বিকেএসপিতে। ঢাকা থেকে আগত কোচদের সামনে খাগড়াছড়িতে বাছাই পর্বে অংশ নিয়ে ভালো একটা কিছু করবে এই মনোবল ছিল ইমনের। ১৫ এপ্রিল বিকেলে অন-লাইনে ফলাফল দেখেই সে খুশীতে আত্মহারা। অবশেষে ১৭এপ্রিল সে সিলেট বিকেএসপিতে যোগ দেয়। ইমন তালুকদারপাড়া গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে। বর্তমানে সে বাংলাদেশের খ্যাতনামা ফুটবল কোচদের অধীনে সিলেট বিকেএসপিতে প্রশিক্ষণে রয়েছে। রাশেদ ও ইমন পানছড়ির সর্বস্তরের জনগণের কাছে দোয়াপ্রার্থী।

Exit mobile version