parbattanews

বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচা কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

বিরল প্রজাতির একটি লক্ষ্মী পেঁচা বন বিভাগ চন্দ্রঘোনা থেকে উদ্ধার করে কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে।

সোমবার দুপুরে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা হতে পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ গোপন সূত্রে খবর পেয়ে একটি বিরলপ্রজাতির সাদা লক্ষ্মী পেঁচা উদ্ধার করে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান, আমরা খবর পাই চন্দ্রঘোনা এলাকার কাদের মুন্সির বাসার পিছনে বন হতে একটি লক্ষ্মী পেঁচা লোকালয়ে চলে আসে।এবং লোকজন এটিকে আটক করে। দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জামশাহ (ডিএফও)র, নির্দেশমতে আমরা গিয়ে পেঁচাটিকে উদ্ধার করি।এবং বিকাল সাড়ে ৪টায় কাপ্তাই ন্যাশনাল পার্কে এটিকে অবমুক্তি করি। এসময় কাপ্তাই রেঞ্জেরসকল স্টাফ গান উপস্থিত ছিলেন।

Exit mobile version