parbattanews

বিলাইছড়িতে অজানা রোগে ৩২নারী-কিশোরী অসুস্থ

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটি বিলাইছড়ি উপজেলায় অজানা রোগে ৩২নারী-কিশোরী দীর্ঘদিন ধরে অসুস্থ। উপজেলার দূর্গম ৩নং ফারুয়া ইউনিয়নের চাইন্দা পাড়ার বাসিন্দা এ ৩২ নারী।

তারা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও তাদের চিকিৎসা সেবায় এখনো কেউ এগিয়ে আসেনি।

স্থানীয়রা জানান, অসুস্থ এ সকল নারী-কিশোরীদের জ্বীনে ধরেছে। অথবা  কোন অসাধু তান্ত্রিক চালান দেওয়া হয়েছে তাদের উপর, এমনটা বিশ্বাস করেন তারা।

এ বিষয়ে পাড়ার হেডম্যান সুনীল কান্তি দেওয়ান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি গত ২২জুন স্কুল পড়ুয়া ১৪-১৭ বছরের ৭কিশোরী  হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এসময় এ সকল রোগীরা অস্বাভাবিক আচরণ করতে থাকে। শরীরে প্রচণ্ড খিচুনী দিয়ে তারা অচেতন হয়ে পড়ে। অচেতন থেকে সচেতন হওয়ার পর তারা পূর্বের কথা মনে রাখতে পারছে না।

পর্যায়ক্রমে গ্রামের আরও ২৫ কিশোরী-নারী এ ধরণের রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এ নিয়ে গ্রামে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি।

হেডম্যান বলেন, যারা বর্তমানে অসুস্থ তাদের পরিবারের নূন আনতে পানতা ফুরায়। তাদের অবস্থা এতো নাজুক চিকিৎিসা করার মতো সামর্থ নেই। এসব রোগীদের চিকিৎসা সেবায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হাবিবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ১৩সেপ্টেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে রোগীদের নিবিড় পর্যবেক্ষণ করেছি।

ডা. হাবিব আরও জানান, প্রাথমিক ভাবে যা বুঝতে পেরেছি এটা একটা মানসিক সমস্যা। তাদের সুচিকিৎসা দিতে পারলে ভাল হয়ে যাবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি।

Exit mobile version