parbattanews

মহেশখালীতে মুরগি খেকো ‘বিশাল অজগর’ উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি, মহেশখালি:

কক্সবাজারের মহেশখালী দ্বীপের এক মুরগির খামার থেকে মুরগি খাওয়া অবস্থায় ‘বিশালাকার’ একটি অজগর উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।

শনিবার (১২ মে) ভোর সাড়ে ৪টার দিকে প্রায় ৪০ কেজি ওজনের ওই অজগর সাপটি উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তেলীপাড়া গ্রামের গরমছড়ি পাহাড়ী এলাকার নুর মোহাম্মদের বাড়ী থেকে উদ্ধার করা হয়।

জানা যায়, কয়েকজন যুবক প্রথমে কৌশলে রশি দিয়ে সাপটির গলায় বেঁধে ফেলে। পরে অজগরটি বিক্রি করে দিতে ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে নিয়ে আসে। খবর পেয়ে মহেশখালী গোরকঘাটা রেঞ্জের কর্মকর্তাগণ বেলা সাড়ে ১১টার সময় অজগরটি উদ্ধার করেন।

মহেশখালী গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক জানান, বন্যপ্রাণী হিসেবে উদ্ধারকৃত অজগরটি ডুলাহাজারা সাফারী পার্ক অথবা উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে অবমুক্ত করা হবে।

পরে বন বিভাগের অফিসে অজগরটি নিয়ে আসলে সেখানে অজগরটি দেখতে অসংখ্য উৎসুক মানুষ ভীড় জমায়।

Exit mobile version