parbattanews

বিশ্বকাপের আগেই বিশাল ধাক্কা খেল জার্মানি

পার্বত্যনিউজ ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপ-২০১৮ মাঠে গড়াতে বাকি আর মাত্র ১৩ দিন। আর এমন সময়েই বিশাল বড় এক ধাক্কা খেল হট ফেভারিট জার্মানি।

শনিবার (০২ জুন) রাতে রাশিয়া বিশ্বকাপে সুযোগ না পাওয়া অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ও ফিফা কনফেডারেশন্স কাপজয়ী দলটি।

ম্যাচের শুরুর দিকে মেসুট ওজিলের গোলে এগিয়ে যাওয়া জোয়াখিম লুইয়ের শিষ্যরা দ্বিতীয়ার্ধে যেন খেই হারিয়ে ফেলেন। সেই সুযোগে মার্টিন হিন্টাএগার ও আলেকসান্দ্রো শপসের গোলে অসাধারণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে র‌্যাংকিংয়ের ৩৫তম দলটি।

বৃষ্টির কারণে এক ঘণ্টা ৪০ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচের প্রথম দিকে জার্মানির খেলায় ছন্দের অভাব ছিল। তবে এর মাঝেই প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলে গোল পেয়ে যায় টমাস মুলার ও মাটস হুমেলসকে ছাড়া খেলতে নামা ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দলটি।

সতীর্থকে পাস দিতে গিয়ে ওজিলকে বল দিয়ে বসেন গোলরক্ষক। কোনো ভুল করেননি আর্সেনাল মিডফিল্ডার; দ্রুত ডি-বক্সে ঢুকে কোনাকুনি উঁচু শটে লক্ষ্যভেদ করেন তিনি।

বিরতির আগে বেশ ভালো দুটি সুযোগ তৈরি করেছিল অস্ট্রিয়া। তবে প্রায় আট মাস পর মাঠে নামা নয়ারের দৃঢ়তায় বেঁচে যায় জার্মানি।

তবে দ্বিতীয়ার্ধে খেলার চিত্র আমুল পাল্টে যায়। জার্মানির রক্ষণভাগ মাঝে মধ্যেই আলগা হয়ে যাচ্ছিল। আর সেই সুযোগে বারবার আক্রমণে ওঠা স্বাগতিকরা ১৬ মিনিটের ব্যবধানে জার্মানির জালে দুবার বল পাঠায়।

বিশ্বকাপ শুরুর মাত্র কদিন আগে দলের এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই জার্মান কোচের কপালে ভাঁজ ফেলেছে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই।

Exit mobile version