বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

fec-image

গতকাল রোববারই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার কথা ছিল বাংলাদেশের। বিসিবির নির্বাচক প্যানেলের দুজন নিশ্চিত করেছিলেন দল ঘোষণার কথা। তবে সেটি হয়নি, কথা ছিল আজ সোমবার হবে দল ঘোষণা। শেষ পর্যন্ত আজও হচ্ছে না টাইগারদের দল ঘোষণা।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দল ঘোষণা।বিসিবির মিডিয়া বিভাগ তথ্যটি নিশ্চিত করেছে।

মূলত দল ঘোষণা প্রক্রিয়ায় বাধা এসেছে তাসকিন আহমেদের জন্য। তার অপ্রত্যাশিত ইনজুরির কারণেই দল ঘোষণায় বিলম্ব। পুরনো সমস্যা সাইড স্ট্রেইনের সমস্যা ফিরে আসায় বিশ্বকাপে অনিশ্চয়তার শঙ্কায় আছেন তারকা এই পেসার। ইনজুরির আদৌ কি অবস্থা জানতে তাসকিনের এমআরআই রিপোর্টের জন্য অপেক্ষায় এখন বিসিবি। রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘তাসকিনের রিপোর্ট এখনো হাতে পাইনি। হাতে পেলেই বিস্তারিত জানানো হবে। রিপোর্ট না দেখা পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কি অবস্থা।’

এর আগে আজ সোমবার দল ঘোষণার কথা উল্লেখ করেছিলেন স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন। জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ দেখতে এসে নির্বাচক প্যানেল, অধিনায়ক ও কোচিং স্টাফের সাথে বৈঠক করেন বিসিবি সভাপতি। পরে সংবাদ মাধ্যমের সাথে আলাপে জানিয়েছেন দল ঘোষণার কথা, ‘আমাদের তো এখন দল ঘোষণা করতে হবে। সম্ভবত কাল ঘোষণা করা হবে দল।’

অবশ্য দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তাসকিনের ইনজুরি নিয়ে ধারণা ছিল তারও। তাসকিনের জন্য বাংলাদেশ অপেক্ষা করবে সেই আভাসও দিয়েছিলেন তিনি। তাসকিনের জন্য অপেক্ষা প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘অন্তত কালকে (সোমবার) অফিসিয়ালি রিপোর্ট পাওয়া পর্যন্ত (অপেক্ষা করা হবে)।’

তাসকিনের ইনজুরি নিয়ে বোর্ড সভাপতির ভাষ্য, ‘এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না (দেখবো)। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। এখনই যোগাযোগ করবো। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টি টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশ ক্রিকেট
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন