parbattanews

বিশ্বকাপে পুনরায় শীর্ষস্থানে সাকিব আল হাসান

বিশ্বকাপ ক্রিকেটে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে (৪৪৭ রান) পেছেনে ফেলে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় এখন এক নম্বরে রয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্নারকে টপকাতে সাকিবের প্রয়োজন ছিল ২২ রান।

৪২৫ রান নিয়ে ব্যাট করতে নেমে প্রয়োজনীয় ২২ রান তুলে রান সংগ্রহের শীর্ষ স্থান পনুরুদ্ধার করেন সাকিব। অন্যদিকে ব্যক্তিগত ৩৪ রান করে সাকিব প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১০০০ রানের মালিক হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানের ইনিংস দিয়ে শুরু হয় সাকিবের বিশ্বকাপ যাত্রা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৬৪ রান। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ১২১ ও ১২৪ রানের দুটি দুর্দান্ত ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রান করে আউট হন। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলেন ৫১ রানে ইনিংস।

Exit mobile version