বিশ্বকাপ: জেনে নিন সেমিফাইনালের সূচি

fec-image

রবিবার ভারত-নেদারল্যান্ডস ম্যাচের মধ্যদিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। ৫ অক্টোবর শুরু হয়ে ১২ নভেম্বর শেষ হলো বিশ্বকাপের ৪৫টি ম্যাচ।এরপর পরশু দিন অর্থাৎ ১৫ নভেম্বরে মাঠে গড়াবে সেমির লড়াই। ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবার দলগুলোর সামনে শেষ চারের বাধা কাটিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জায়গা করে নেওয়ার মিশন।

এখন পর্যন্ত দুর্দান্ত টুর্নামেন্ট কাটানো ভারত সবাইকে টপকে নয় ম্যাচের নয়টিতে জিতেই বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পা রাখলো।

নয় ম্যাচে সাতটি জয় ও দুটিতে পরাজয় নিয়ে গ্রুপপর্বে দ্বিতীয় হয়েই সেমিতে পা রেখেছে কোনোবার বিশ্বকাপ না জেতা দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের মতোই অজিদেরও অবস্থা। তবে রানরেটে পিছিয়ে থাকায় টেবিলের তিনে থেকে সেমিতে উঠেছে সর্বোচ্চবার বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

শুরুতে দারুণ খেলে মাঝের সময়টায় খেই হারিয়ে শেষটা ভালো করে সেমিফাইনালের টিকিট পেয়েছে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড।

এক নজরে দেখে নিন সেমিফাইনালের সূচি:
১ম সেমিফাইনাল – ভারত বনাম নিউজিল্যান্ড, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই (১৫ই নভেম্বর ২০২৩, দুপুর ২.৩০)
২য় সেমিফাইনাল – দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, ইডেন গার্ডেনস, কলকাতা (১৬ই নভেম্বর ২০২৩, দুপুর ২.৩০)

আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে সেমিফাইনাল জেতা দুই দল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ, সেমিফাইনাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন