parbattanews

বিশ্বের দীর্ঘতম সেতুর উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে খুলে দেওয়া হচ্ছে বিশ্বের দীর্ঘতম সেতু। ৫৫ কি. মি. দীর্ঘ এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় বিশ বিলিয়ন ডলার বা দু হাজার কোটি ডলার।

চীনের বুঝাইতে আজ সেতুটি উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট জিনপিং উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দীর্ঘতম এ সেতুটি দক্ষিণ চীনের গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর হংকং, ম্যাকাও এবং ঝুহাইয়ের মধ্যে যোগাযোগ স্থাপন করবে।

কর্তৃপক্ষ বলছে, আগে যেখানে এ পথ পাড়ি দিতে তিন ঘন্টার মতো সময় ব্যয় করা হতো এখন লাগবে মাত্র আধা ঘন্টা।

শক্তিশালী মাত্রার টাইফুন কিংবা ভূমিকম্প প্রতিরোধী এ সেতুটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে চার লাখ টন স্টিল। যা দিয়ে ৬০ টি আইফেল টাওয়ার নির্মাণ করা সম্ভব।

সেতুটির নির্মাণের সময় নানান সমালোচনাও শুনতে হয়েছে চীনকে। এই সেতু নির্মাণ কাজ করার সময় নিহত হয়েছে ১৮ জন শ্রমিক।

এই সেতু নির্মাণে চীনের মূল উদ্দেশ্য হলো, হংকং ম্যাকাও এবং আরও ৯টি শহরকে যুক্ত করে একটি বৃত্তর সাগর এলাকা তৈরি করা। এ অঞ্চলে এখন প্রায় ছয় কোটি আশি লাখ মানুষ বসবাস করে।

কর্তৃপক্ষ আশা করছেন দিনে প্রায় নয় হাজার দু শ যানবাহন চলাচল করবে এ সেতুতে।

Exit mobile version