বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঈদুল আজহা উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি এই বার্তা দেন।
ইসলাম ধর্মে ত্যাগের শিক্ষা ধারণকারী এই উৎসবটি রাশিয়ায় ‘কুরবান বায়রাম’ নামে পরিচিত।
পুতিন তার বিবৃতিতে উল্লেখ করেন, এই পবিত্র দিনটি একটি প্রাচীন ধর্মীয় আচার-অনুষ্ঠানের তীর্থযাত্রার সমাপ্তি এবং এটি মানুষের মধ্যে ঐক্যকে উৎসাহিত করে। একইসাথে এটি মুসলমানদের তাদের পূর্বপুরুষদের সমৃদ্ধ ঐতিহাসিক ও আধ্যাত্মিক উত্তরাধিকারের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে আনন্দ দেয়।
তিনি বলেন, ‘পূর্বপুরুষদের শিক্ষা ও ঐতিহ্য অনুসরণ করে মুসলমানরা দয়ালু ও করুণাময় কাজ করে, সাহায্য ও সহানুভূতির প্রয়োজনে আন্তরিকভাবে যত্নশীল হয়ে কুরবান বায়রাম উদযাপন করে।’
রাশিয়ার প্রেসিডেন্ট দেশের দৈনন্দিন জীবনে মুসলিম সংগঠনগুলোর সক্রিয় ও গঠনমূলক ভূমিকার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এসব সংগঠন তরুণ প্রজন্মকে শিক্ষিত করা, পারিবারিক মূল্যবোধ জোরদার করা এবং সংস্কৃতি, শিক্ষা, জ্ঞানার্জন ও জনহিতকর কাজে ব্যাপক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুতিন আরো বলেন, ‘এবং অবশ্যই পিতৃভূমি ও তাদের পরিবারগুলোর রক্ষকদের সমর্থনের লক্ষ্যে আপনার কার্যক্রমের জন্য বিশেষ স্বীকৃতি এবং গভীর প্রশংসা প্রাপ্য।’
এই বিবৃতির মাধ্যমে পুতিন রাশিয়ার মুসলিম সম্প্রদায় এবং বৈশ্বিক মুসলিম জনগোষ্ঠীর প্রতি তার সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন।
সূত্র : আনাদোলু