parbattanews

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে উখিয়া উপজেলা প্রশাসনের আলোচনা সভা

“মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে এক আলোচনা সভা উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৫ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। আলোচনা সভা সঞ্চালনা করেন উখিয়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, উখিয়া উপজেলার বিভিন্ন স্টেশনের মুদির দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙ্গাতে হবে। মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ করতে হবে। হোটেল রেস্টুরেন্টের বর্জ্য নিরসনে মালিকদের সজাগ থাকতে হবে। বিভিন্ন স্টেশনে সড়কের উপর ঝুপড়ি দোকান বন্ধে বাজারের ইজারাদারদের নির্দেশ প্রদান করেন।

সভায় তিনি আরও বলেন, বাজারের ময়লা আবর্জনা পরিষ্কারে ইজারাদারদের আরও সজাগ থাকতে হবে। পবিত্র রমজান সামনে রেখে দ্রব্যমূল্যের দামের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দূষণ রোধের পরামর্শ প্রদান করেন তিনি।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এহেছান উল্লাহ সিকদার, মেডিকেল অফিসার ডা. ফাহমিদা ইয়াসমিন, কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আবু ছিদ্দিক সওদাগর সহ বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট, ফার্মেসীর, বেকারীর মালিক সহ অন্যান্যরা।

এসময় উপজেলার বিভিন্ন স্টেশনের দোকান মালিক, সাংবাদিক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version