বিসিবি থেকে ফারুককে সরিয়ে দেয়া হলো

fec-image

বিসিবির সভাপতি ফারুক আহমেদের গদি নড়বড়ে হয়ে গিয়েছিল আগেই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁর বিকল্প খোঁজ করছিল কয়েক মাস ধরে। আমিনুল ইসলাম বুলবুল অন্তর্বর্তীকালীন সভাপতি হতে রাজি হওয়ায় ফারুকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় মন্ত্রণালয়ের জন্য।

বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্ত্রণালয়ে ডেকে ফারুককে পদত্যাগ করতে বলেন। এ ঘটনা প্রকাশ্যে চলে আসার পর আড়ালে থাকা বুলবুলও সামনে আসেন। গতকাল তিনি জানান, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে নির্বাচনকালীন সভাপতি হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে চার মাস ছুটি নিয়ে দেশের ক্রিকেটের স্বার্থে জাতীয় দায়িত্ব পালন করতে চান অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান। যদিও সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না বলে জানান ফারুক। তিনি নিজের অবস্থান জানানোর পরই আট পরিচালক ফারুকের বিরুদ্ধে চলে গেছেন।

তাঁর বিদায় নিশ্চিত করতে বিগত ৯ মাসে সভাপতির স্বেচ্ছাচারিতার বর্ণনাসহ পরিচালকরা ক্রীড়া উপদেষ্টাকে চিঠি দেন। এ অভিযোগের ভিত্তিতে ফারুককে সভাপতির পদ থেকে বহিষ্কার করা সহজ হলো এনএসসির জন্য।

গতকাল ফারুকের পরিচালক পদ বাতিল করে রাতে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি। এ ক্ষেত্রে অটো বাতিল হলো তাঁর সভাপতি পদ। এরই মধ্যে আমিনুল ইসলাম বুলবুলকে এনএসসির পক্ষ থেকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন