parbattanews

বীর মুক্তিযোদ্ধার পাশে সিন্দুকছড়ি জোন

খাগড়াছড়ি প্রতিনিধি:

সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে হাফছড়ি বসবাসরত বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিন’কে ঘর নির্মাণের জন্য ৩২ হাজার টাকা মূল্যের প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী প্রদান করা হয়েছে।

তাছাড়া নির্মাণ ব্যয় বাবদ নগদ আরও ৫ হাজার টাকা সিন্দুকছড়ি জোনের পক্ষে ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয় বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিনকে  প্রদান করেন।

বৃহস্পতিবার(১৮ এপ্রিল ) প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিন’কে সহায়তা  প্রদান করেন সিন্দুকছড়ি জোনের ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়।

এসময় উপস্থিত ছিলেন, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই মারমা, গুইমারা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল প্রাকৃতিক দুর্যোগে বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিনের বসত বাড়িতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, পিএসসি,জি খবর পেয়ে তাকে সহায়তা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

Exit mobile version