parbattanews

বুদ্ধ গয়াকে এবার বৌদ্ধ বিশ্বের ‘রাজধানী’ গড়া হবে : নরেন্দ্র মোদি

modi-in-bodh-gaya-696x387

আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের বিহারে অবস্থিত বুদ্ধ গয়াকে বৌদ্ধ বিশ্বের ‘রাজধানী’ হিসেবে গড়ে তোলা হবে। গত শনিবার বিশ্ব হিন্দু বুদ্ধিস্ট সম্মেলনে যোগ দিতে বুদ্ধ গয়ায় গিয়ে মহাবোধি মন্দির ঘুরে এ কথা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি বলেন, ‘সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বুদ্ধ গয়াকে তীর্থক্ষেত্র মনে করেন। এজন্য আমরা বৌদ্ধ বিশ্বের কাছে বুদ্ধ গয়াকে ‘আধ্যাত্মিক রাজাধানী’ হিসেবে তুলে ধরতে চাই।’

এ জন্য ভারতের কেন্দ্র সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ।

গত শনিবার বিশ্ব হিন্দু বুদ্ধিস্ট সম্মেলনে যোগ দিতে বুদ্ধ গয়ায় পৌঁছান মোদি। সেখানকার মহাবোধি মন্দিরে ঘুরে তিনি বুদ্ধ গয়াকে ‘আধ্যাত্মিক রাজাধানী’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা ব্যক্ত করেন।

পণ্ডিত নেহরু ও অটলবিহারী বাজপেয়ীর পর এই সম্মেলনে আসতে পেরে নিজেকে গর্বিত বলেও মনে করেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী।

স্বাগত ভাষণ দেওয়ার সময় তিনি ভারতকে ‘বুদ্ধিস্ট ইন্ডিয়া’ হিসেবেও উল্লেখ করেছেন। নরেন্দ্র মোদি বলেন, ‘বুদ্ধ ছিলেন সমতার মহান প্রচারক। আর বুদ্ধ গয়াকে তার কাছে একটি ‘স্বাতন্ত্র্যসূচক’ জায়গা হিসেবে মনে হয়েছে।’

Exit mobile version