parbattanews

বুদ্ধ পূর্ণিমাকে স্বাগত জানিয়ে রাঙ্গামাটিতে শোভাযাত্রা

18361540_712347345634533_219126448_n

নিজস্ব প্রতিনিধি : রাঙ্গামাটিতে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)কে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা করেছেন বৌদ্ধ সম্প্রদায়।

পার্বত্য ভিক্ষু সংঘ ও সদ্ধর্ম দায়ক-দায়িকার উদ্যোগে মঙ্গলবার সকালে  রাঙ্গামাটি সরকারি কলেজ গেইট প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা মৈত্রী বিহার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে মৈত্রী বিহার প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বুদ্ধ পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের পিন্ডদান ও প্রাতঃরাশ, বুদ্ধ পূজাসহ নানান ধর্মীয় আচার-অনুষ্ঠানের কর্মসূচি ছিল।

আলোচনা সভায় স্বধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের উদ্দেশ্য ধর্মীয় দেশনা দেন পার্বত্য ভিক্ষু সংঘের নেতা শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবির, শ্রীমৎ সত্যানন্দ মহাস্থবির, শ্রীমৎ শীলপাল ভিক্ষু প্রমুখ।

উল্লেখ্য, এই বৈশাখী পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মলাভ, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ লাভ করেন। তাই এই পূর্ণিমাকে যথাযোগ্য মর্যায় দিয়ে পালন করেন বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন।

Exit mobile version