আগামীকাল সাজেকে ইউপিডিএফের সকাল-সন্ধ্যা অবরোধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে দুই ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় এবার সাজেকে পর্যটক সড়কসহ
আগামীকাল বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডোমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
এদিকে গুলিতে নিহত তাদের দলের দুই সদস্যর মরদেহের কফিন নিয়ে দুপুরে সাজেকে গণ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
প্রতিবাদ সভায় বক্তারা সন্তু লারমার দলের খুনীদের গ্রেফতারের দাবি জানান এবং সভা থেকে বুধবার সাজেকে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয়।
ইউপিডিএফ সংগঠক সুমন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফের সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সদস্য উজ্জলা চাকমা।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে সাজেকের মাচালং ব্রিজ এলাকা একদল মুখোশধারী সন্ত্রাসী চায়ের দোকানে বসে থাকা দুই ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।