বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিতকরণ
![fec-image](https://www.parbattanews.com/wp-content/uploads/2024/12/IMG-20241203-WA0027-1.jpg)
নিরাপত্তার স্বার্থে বুধবার (০৪ ডিসেম্বর) সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এবং তার পার্শ্ববর্তী এলাকায় আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন এ সিন্ধান্ত গ্রহণ করে।
এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সাজেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সঙ্গে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ( ইউপিডিএফ) সদস্যদের বন্দুকযুদ্ধ হয়েছে।
এর আগে গত ৩০ নভেম্বর পাহাড়ের এই স্বশস্ত্র দল দু’টি সংঘর্ষে লিপ্ত হয়েছিলো। এতে পিসিজেএসএস’র ৪-৫ জন আহত হয়েছিলো বলে জানা গেছে।