বৃষ্টির কারণে আইপিএল ফাইনাল রিজার্ভ ডেতে
শেষ পর্যন্ত টানা বৃষ্টিতে চলতি আইপিএলের ফাইনালের জন্য নির্ধারিত দিনটি ভেসে গেলো বৃষ্টিতে। রিজার্ভ ডেতে গড়ালো এবারের আইপিএল ফাইনাল।
জানা যায়, সন্ধ্যা হওয়ার আগেই আহমেদাবাদের আকাশ ঢেকে গেলো কালো মেঘে। সেই মেঘ থেকে একটু পরই বৃষ্টি শুরু হলো, সেটা যেন থামতেই চাইলো না। এমনকি নির্ধারিত সময় তো বটেই, বিলম্বেও টস করা গেলো না।
রাত সাড়ে ১১টার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তবে ফাইনাল অবশ্য ভেসে যায়নি। আগে থেকে ব্যবস্থা করে রাখা রিজার্ভ ডে সোমবারে মাঠে গড়াবে এবারের ফাইনাল।
এর আগে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়ানোর কথা ছিল এবারের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স।
ঘটনাপ্রবাহ: আইপিএল, ফাইনাল, বৃষ্টি
Facebook Comment