parbattanews

বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ

স্টাফ রিপোর্টার:

সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কোটা সংরক্ষণ না করার প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।

বুধবার রাতে সংবাদ মাধ্যমকে এ অবরোধের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মো. হারুন মিয়া।

তিনি বলেন দীর্ঘদিন বন্ধ থাকার পর পার্বত্য খাগড়াছড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ কোটা সংরক্ষণ না করে মুক্তিযোদ্ধাদের সন্তানকে বঞ্চিত করা হয়েছে।

তিন বলেন, সরকারী নিয়ম অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় ৩৪ জনের চাকুরী পাওয়ার কথা থাকলে এক তৃতীয়াংশকে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত করা হয়েছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে পার্বত্য জেলা পরিষদ নিয়ম মেনে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করলে আগামী রোববার থেকে লাগাতার হরতাল সহ কঠোর কর্মসুচীর ঘোষণা করা হবে বলে জানান খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার মো. রইছ উদ্দিন।

Exit mobile version