parbattanews

বেইলি ব্রিজ ভেঙে বান্দরবানের সাথে রোয়াংছড়ির সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবান-রোয়াংছড়ি আঞ্চলিক সড়কের হানসামা পাড়া এলাকায় নোয়াপতং খালের ওপর নির্মিত পুরনো বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে রোয়াংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বালু বোঝাই ট্রাক বান্দরবান থেকে রোয়াংছড়ির উদ্দেশ্য আসছিল। ওই বালু বোঝাই ট্রাকটি হানসামা পাড়া এলাকায় পৌঁছে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজটির এক পাশ থেকে পাটাতন ভেঙ্গে পড়ে গেছে। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

হানসামা পুলিশ ফাঁরির ক‍্যাম্পের ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বান্দরবান থেকে বালু বোঝাই ট্রাক রোয়াংছড়ির উদ্দেশ্য যাচ্ছিলেন। হানসামা এলাকায় পৌঁছে বেইলি ব্রিজের উপর যাওয়ার সময় ব্রিজটির মাঝখান থেকে দুইটি পাতাটন সরে গিয়ে পড়ে গেছে। তবে কোন হতাহত হয়নি।

Exit mobile version