parbattanews

বেগম রোকেয়ার জন্ম-মৃত্যু বার্ষিকী পালিত

55

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার জম্ম-মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে নাইক্ষ্যংছড়িতে। সোমবার  নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর দিবসটি পালন করে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরওয়ার কামাল।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, অপসংস্কৃতি, অশ্লীলতার কারণে যুব সমাজ ধংস হয়ে যাচ্ছে। বাড়ছে নারী ও শিশু নির্যাতন। তাই বেগম রোকেয়ার চেতনা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সংকট সমাধানে এগিয়ে আসতে সচেতন সমাজের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মোহাম্মদ ইমরান মেম্বার, যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, হাজী এমএ কালাম ডিগ্রী কলেজের প্রভাষক নিলোৎপল বড়ুয়া, বশিরুল কবির চৌ, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, নারী নেত্রী ওজিফা খাতুন রুবি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, হাজী এমএ কালাম ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্রী সুমাইয়া তাসনিম।

Exit mobile version