parbattanews

বেগম রোকেয়া দিবসে খাগড়াছড়িতে সম্মাননা পেলেন পাঁচ জয়িতা

‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘অর্থনীতি মুক্তি ছাড়া সত্যিকার অর্থে নারীরা মুক্তি নয়। শিক্ষার বিকল্প নাই, যোগ্যতার বিকল্প নাই।’ এসময় তিনি নারীদের উন্নয়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে যা যা সামর্থ্য আছে, সে সকল সামর্থ্যানুযায়ী কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সম্মাননা ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান নিগার সুলতানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা প্রমুখ।

Exit mobile version