বেনজিরের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ, আগে জুলাই বিপ্লবের হত্যার বিচার হোক

সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তার ফাঁদে পা না দিতে পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, সকল হত্যাকান্ডের বিশেষ করে জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের বিচার হতে হবে। কারণ আগে বিচার, পরে অন্যকাজ। বিচার না হলে শহীদদের আত্মা কষ্ট পাবে। শিক্ষার্থীরা যে চাওয়া উই ওয়ান্ট জাস্টিস, স্লোগান দিয়েছিলো সেটার বাস্তবায়ন হতে হবে। কর্মী সমাবেশে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমেদ আনোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ ও মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।