বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মোয়াজ্জেম হোসাইন সাকিল
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার
অনলাইনভিত্তিক আউটসোর্সিং খাতে দক্ষতার প্রমাণ রাখা এবং উল্লেখ করার মতো বৈদেশিক মুদ্রা আয়ের স্বীকৃতি স্বরূপ ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩’ অর্জন করলেন এটিএন বাংলার সাংবাদিক মোয়াজ্জেম হোসাইন সাকিল।
শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩’ তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-সচিব নজরুল ইসলাম খান। এসময় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. সবুর খান ও বেসিসের সভাপতি ফাহিম মাশরুর উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) অনলাইনের মাধ্যমে বৈদেশিক মূদ্রা অর্জনকারীদের স্বীকৃতি দেয়া ও তথ্য প্রযুক্তি খাতে নতুনদের আগ্রহী করে গড়ে তুলতে ৪টি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ডের আয়োজন করেন। এটিএন বাংলার কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন সাকিল কক্সবাজার জেলা থেকে অনলাইনে ওয়েব ডিজাইন খাতে বিদেশের কাজ করে সেরা হয়েছেন।