বান্দরবানে চা শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় : বৈজ্ঞানিক পদ্ধতিতে চা চাষাবাদের উদ্যোগ
বান্দরবানের চা শিল্পের সাথে সম্পৃক্ত অংশীজনদের সাথে বাংলাদেশ চা বোর্ড এর চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রোববার (৮ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ড এর চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি। বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার, চা চাষী সমিতির সভাপতি মং ক্য চিং চৌধুরী, বাংলাদেশ চা বোর্ড এর সিএইচটি প্রকল্পের আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন পরিকল্পনা কর্মকর্তা ও বান্দরবান এর প্রকল্প পরিচালক সুৃমন শিকদারসহ আরও অনেকে।
বক্তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে সহজ উপায়ে চা চাষাবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং চা শিল্পের উত্তর উত্তর সফলতা কামনা করেন।