বৈশাখ কুমার পাড়া মন্দিরে পানছড়ি ইউপির আর্থিক অনুদান


সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে পানছড়ির বৈশাখ কুমার পাড়া মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছে ৩নং সদর পানছড়ি ইউপি।
১২ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেনের পক্ষে অনুদান তুলে দেন ইউপি সচিব মো. নজরুল ইসলাম ও ইউপি সদস্য মো. জব্বার হোসেন।
বৈশাখ কুমার পাড়া শ্রী শ্রী শারদীয় দুর্গ্যৎেসব পরিচালনা কমিটির ইন্দ্রজিৎ ত্রিপুরার হাতে এ অর্থ তুলে দেয়া হয়। আর্থিক সহায়তা পেয়ে পূজা মন্ডপে উপস্থিত সকলে পানছড়ি ইউপির চেয়ারম্যান মো. নাজির হোসেনের প্রতি কৃতজ্ঞতার কথা জানান।
ঘটনাপ্রবাহ: অনুদান, আর্থিক, ইউপি
Facebook Comment