বৈসাবি উপল‌ক্ষে মাটিরাঙ্গায় খাদ্য সহায়তা

বৈসাবি উৎসবকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী(চাকমা, মারমা ও ত্রিপুরা) জনগোষ্ঠীর মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।বৃহস্প‌তিবার (১০ এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ত্রিপুরা, মারমা, চাকমা সম্প্রদায়ের আবেদনের প্রেক্ষিতে বিশেষ প্রকল্প কর্মসূচী থেকে বরাদ্দকৃত ৩৩টি সংগঠন কে ১৮ মেট্রিকটন খাদ্য সহায়তা (গম) প্রদান করা হয়। এ সময়, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল ও বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, বৈসাবি শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও সহাবস্থানের প্রতীক। এই উৎসবকে কেন্দ্র করে আমরা সবাই যেন মিলেমিশে আনন্দ ভাগাভাগি করতে পারি, সে জন্যই এই উদ্যোগ।
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন