বৈসাবি পালন থেকে বিরত থাকার অনুরোধ হেডম্যান এসোসিয়েশনের

fec-image

প্রতি বছর উপজাতীয় সম্প্রদায় তাঁদের প্রধান সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিজু, বিষু, বিহু (বৈসাবি) ধুমধামের সহিত পালন করে থাকে। কিন্তু করোনাভাইরাস এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে এবছর (২০২০খ্রিঃ) বৈসাবি পালনে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন রাঙ্গামাটি হেডম্যান এসেসাসিয়েশন ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কেউ চাইলে সীমিত পরিমানে পারিবারিকভাবে পালন করতে পারেন। এ বিষয়ে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিষ রায় কর্তৃক প্রদত্ত ইউটিউব ও ফেসবুক ভিজিট করতে পারেন, আমরা তাঁর সাথে সহমত পোষন করি।

আমি জেলার সকল হেডম্যান ও কার্বারীদেরকে প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাচ্ছি।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, আমরা তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা চিকিৎসাধিন আছেন তাদের আশু আরোগ্য কামনা করছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, বৈসাবি, হেডম্যান কারবারী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন