বোনকে রক্ষা করতে গিয়ে হামলার ঘটনায় ২ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর


কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় বখাটেদের হাত থেকে বোনকে রক্ষা করতে গিয়ে হামলার ঘটনায় গ্রেফতার ২ আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হামীমুন তানজিন তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আসামি দুইজন হলেন, খুরুশকুলের মনু পাড়ার সুরত আলমের ছেলে মো. রায়হান (২০) ও কুলিয়া পাড়ার নুরুন্নবীর ছেলে মো. আরমান প্রকাশ আদনান (২০)।
মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমজাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিদ্বয়ের পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। শুনানি শেষে দুইদিন মঞ্জুর করেন বিচারক।
গত ৩১ মে দুপুরে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় বোনকে উত্ত্যক্তকরণের প্রতিবাদ করায় কিশোর গ্যাং ও বখাটে চক্রের হাতে বেপরোয়া হামলার শিকার হন মো. আব্দুল মুনাফ। সে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত আব্দুর রহিমের ছেলে।
ঘটনাটি ১১ জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওইদিন রাতেই অভিযান চালিয়ে রায়হান ও আরমান প্রকাশ আদনানকে গ্রেফতার করে পুলিশ।
পরের দিন ১২ জুন এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন অপর ভিকটিম নাফিজা আক্তার রিনার মা হাফেজা খাতুন। যার থানা মামলা নং-২৭/জিআর-৩৮২/২২।
মামলায় এজাহারনামীয় তিন আসামি ছাড়া অজ্ঞতনামা রয়েছে আরও চারজন।