parbattanews

বোনের ইজ্জত রক্ষা করতে গিয়ে ভাইয়ের ওপর হামলার ঘটনায় মামলা

কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মনু পাড়ায় বখাটেদের হাত থেকে বোনের ইজ্জত রক্ষা করতে গিয়ে ভাইয়ের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

ভিকটিম নাফিজা আক্তার রিনা (১৮) এর মা হাফেজা খাতুন বাদী হয়ে রবিবার (১২ জুন) সদর থানায় মামলাটি করেন। যার নং-২৭।

মামলার আসামিরা হলো, খুরুশকুল মনুপাড়ার সুরত আলমের ছেলে রায়হান (২০), কুলিয়া পাড়ার নুরুন্নবীর ছেলে আরমান (২০) ও এহছানের ছেলে জামাল (২২)।

সেখানে রায়হান ও আরমানকে শনিবার দিবাগত রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবদুল মোনাফ (ভিকটিম) তার বোন নাফিজা আক্তার রিনাকে নিয়ে তাদের পুরাতান বাড়ি কুতুবদিয়া পাড়া ফদনার ডেইল থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের বেক্সিমকো কোম্পানীর বেড়ী বাঁধের রাস্তার উপর পৌঁছালে স্থানীয় তিনজন বখাটে পথরোধ করে বিভিন্ন ধরণের বাজে মন্তব্য করতে থাকে। ইভটিজিং এর প্রতিবাদ করলে বখাটেরা মোনাফকে বেপরোয়া মারধর ও বোনের শ্লীলতাহানি করে।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা পুলিশের তাৎক্ষণিক প্রচেষ্টায় রায়হান ও আরমানকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, বখাটেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক মোঃ জামালসহ অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version