parbattanews

বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারের শতবর্ষপূর্তিতে প্রাক্তন ছাত্রদের সংবর্ধণা

IMG_20170317_170001
দীঘিনালা প্রতিনিধি :
দীঘিনালার বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারের শতবর্ষপূর্তি ও পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথ আশ্রমের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপী বৌদ্ধ মেলা শেষ হয়েছে।

শুক্রবার মেলার সমাপনী দিনে কৃতী ছাত্রদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

খাগড়াছড়ির কমলছড়ি পার্বত্য বৌদ্ধ মিশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রীমৎ সুমনালংকার মহাস্থবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুশফিকুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, দীঘিনালা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জওহর লাল চাকমা, বাঘাইছড়ির শিজক কলেজের প্রভাষক লালন কান্তি চাকমা, সাবেক প্রকৌশলী রমেশ বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রঞ্জন কুমার চাকমা।

অনুষ্ঠানে পার্বত্য চট্টল বৌদ্ধ অনাথ আশ্রমের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত পূনর্মিলনীতে প্রাক্তন ১শ ৫১ ছাত্রছাত্রীদের সংবর্ধণা প্রদান করা হয়।

এর আগে বিহার প্রাঙ্গনে বুদ্ধপূজা, সিবলী পূজা ও পঞ্চশীল গ্রহণসহ হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো হয়।

Exit mobile version