parbattanews

ব্যবসায়ী লতিফ উল্লাহ হত্যাকারী ঘাতকদের গ্রেফতারপুর্বক ফাঁসি চান তাঁর দুই মেয়ে

চকরিয়া পৌরশহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুনের শিকার লতিফ উল্লাহ হত্যাকাণ্ডে জড়িত ঘাতকদের অবিলম্বে গ্রেফতারপুর্বক ফাঁসির দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছেন নিহতের দুই অবুঝ সন্তান লাবিবা মকসুরাত (১২) ও রাকিকাত কমসুরাত (৮)।

গেল শনিবার সকালে লোহাগাড়া উপজেলার চুনতী স্টেশনে চুনতী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে তাঁরা এ দাবি জানান প্রশাসনের কাছে।

বাবার হত্যাকারীদের বিচার চেয়ে দুই শিশু কন্যার হৃদয়বিদারক ছবিটি গতকাল চকরিয়া পৌরশহরের ব্যবসায়ীসহ সর্বশ্রেণীর নাগরিকের ফেসবুক ফেইজে ভাইরাল হয়েছে।

উলে­খ্য, গত সোমবার রাত সাড়ে দশটার দিকে চকরিয়া পৌরশহরের ২নং ওয়ার্ডের পাইলট উচ্চ বিদ্যালয় সড়ক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তরা বিকাশের এজেন্ট মোহাম্মদ লতিফ উল্লাহকে কুপিয়ে হত্যা করা করে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের টাকাও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত লতিফ উল্লাহ লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফী পাড়ার মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে ও চকরিয়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ’র ছোট ভাই।

স্থানীয়রা জানান, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের পাইলট উচ্চ বিদ্যালয় সড়কের পাশে লতিফ উল্লাহর মালিকাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় ৩-৪ জনের একদল দুর্বৃত্ত ক্রেতা সেজে পন্য কেনার অজুহাতে এসে নগদ টাকা ও বিকাশের মোবাইল লুটে নিয়ে লতিফ উল্লাহ­কে কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে। চকরিয়া পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

Exit mobile version