parbattanews

ব্যানার লাগাতে গিয়ে পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে এক স্কুল ছাত্র আহত

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্র গুরুত্বর আহত হয়েছে। ৮ আগষ্ট বিকাল ৩টায় পেকুয়া চৌমুহনী স্টশনের ফুলকলির ছাদে এ ঘটনা ঘটে।

আহত স্কুল ছাত্রের নাম মো. অপু(১৫), সে সদর ইউনিয়নের মছিন্যাকাটা এলাকার মহিউদ্দিনের পুত্র ও পেকুয়া মডেল জি এম সি ইনষ্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদূর্শীসূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের এক নেতা কে অভিনন্দন জানানো ব্যানার রাস্তার উপর রশি দিয়ে টাঙ্গানোর জন্য ফুলকলি ভবনের ছাদে উঠে এ সময় পল্লী বিদ্যুৎ ৩৩ হাজার ভোল্টের খুটি লাগানো ছিল। হঠাৎ অসাবধানতার কারণে ওই স্কুল ছাত্র পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায় এসময় পল্লী বিদ্যুৎ ঘটনার খবর পেয়ে সংযোগ লাইন বন্ধ করলে সাথে সাথে ওই ছাত্রকে ছেড়ে দেয়।

এসময় তাকে উদ্ধার না করে ঘটনাটি অবাক হয়ে চেয়ে তাকে। এক পর্যায়ে স্থানীয় সাংবাদিক ফারুক দ্রুত ছাদে উঠে আহত স্কুল ছাত্রকে উদ্ধার করে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার আহত স্কুল ছাত্রের অবস্থার অবনতি দেখে দ্রুত চমেকে প্রেরণ করে। এ রির্পোট লেখা পর্যন্ত তার অবস্থার উন্নতি হয়েছে বলে পরিবারসূত্রে জানা গেছে।

Exit mobile version