ব্রাজিলে অবৈধ অনুপ্রবেশকারী ৮০ বাংলাদেশীকে উদ্ধার
ডেস্ক নিউজ:
ব্রাজিলে অবৈধ অনুপ্রবেশকারী ৮০ জন বাংলাদেশীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভিসা এবং ওয়ার্ক পারমিট ছাড়াই প্রতিবেশী দেশ পেরু, বলিভিয়া এবং গায়ানা হয়ে তারা ব্রাজিলে প্রবেশ করে। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
উদ্ধারকৃতরা জানান, মাসিক দেড় হাজার ডলার বেতনের আশ্বাসে তারা ১০ হাজার ডলার প্রদান করেছেন দালালকে। ব্রাজিলে অবৈধভাবে আসা ৩৫ বছর বয়স্ক মেলাদ আহমেদ বলেন, আমাকে এখানে কাজ করতেই হবে। কারণ ঢাকাতে আমার করার মতো কাজ বা অর্থ নেই। আমি এখানে রেস্টুরেন্টে, কসাইখানায় কিংবা নির্মাণের কাজও করতে রাজি।
পুলিশ জানায়, উদ্ধারকৃতরা অত্যন্ত মানবেতর জীবনযাপর করছিলেন। একেকটি ঘরে ২০জন শ্রমিক গাদাগাদি করে বাস করছিলেন।
এ ঘটনায় ব্রাজিলে অবস্থিত বাংলাদেশী দূতাবাস বিস্ময় প্রকাশ করলেও তাদের পক্ষ থেকে ঘটনা তদন্তে কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
উদ্ধারকৃতদের ভাগ্যে কী ঘটবে সেটি নির্ধারণ করবে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়।
ব্রাজিলের বিচারমন্ত্রী পল আব্রাম জানান, মানবিক কারণে আইন অনুযায়ী পাচারের শিকার হওয়া ব্যক্তিদের ব্রাজিলে আবাসিক ভিসা পাওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যেসব বিদেশী কাজ পান তাদের নিয়মিত কাজের ভিসা দেয়া হয়। অন্যদের মানবিক বিবেচনায় দেশটিতে থাকতে দেয়া হয়। তবে এ সুবিধা পাওয়ার আগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রমাণ করতে হবে তারা পাচারের শিকার হয়েছেন। এমনটি প্রমাণিত হলে তাদের সুরক্ষায় সবকিছু করবে ব্রাজিল।