ব্রাজিলে পা রাখলেন আনচেলত্তি

fec-image

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দায়িত্ব নিতে রিও ডি জেনেরিওতে পৌঁছেছেন কোচ কার্লো আনচেলত্তি। রোববার (২৫ মে) রাতে একটি প্রাইভেট জেটে করে সেখানে পৌঁছান রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। খবর গোলডটকমের।

বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে কোনো অভ্যর্থনা ছিল না আনচেলত্তির জন্য। এ সময় তার সাথে ছিলেন পরিবারের কয়েকজন সদস্য ও কোচিং স্টাফরা।

ব্রাজিলে পৌঁছেই বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দল ঘোষণা করবেন এই কোচ। আগামী বিশ্বকাপ পর্যন্ত এই ইতালিয়ানের সাথে চুক্তি করেছে ব্রাজিল ফুটবল। দীর্ঘ সময়ের শিরোপা খরা ঘুচিয়ে আবারও সেলেসাওদের বিশ্বচ্যাম্পিয়ন করার লক্ষ্য কার্লো আনচেলত্তির।

তার অধীনে প্রথম ম্যাচ ৫ জুন, ইকুয়েডরের বিপক্ষে। ১০ জুন নিজ মাঠ মারাকানায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ১৫ ও ১৬তম রাউন্ডে সেলেসাও এখন ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা আর্জেন্টিনা থেকে পিছিয়ে ১০ পয়েন্ট।

আনচেলত্তির আগমন এমন এক সময়ে, যখন ব্রাজিল ফুটবল একটি দৃষ্টান্তমূলক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সাবেক প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের জালিয়াতির ঘটনায় পদচ্যুতির পর সদ্য দায়িত্ব নিয়েছেন সামির শাউদ। সিবিএফের পক্ষ থেকে একটি বার্তায় জানানো হয়– ‘স্বাগতম, কার্লো আনচেলত্তি। ব্রাজিল এখন আপনার ঘর।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন