parbattanews

ব্রাহ্মণবাড়িয়ায় দুই রোহিঙ্গা নারী আটক

পার্বত্যনিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে শহরের কাউতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রোহিঙ্গা নারীরা হলেন, শুকতারা উরফে নিপা ও হোসনে আরা। তাদের বাড়ি মিয়ানমারের আরকান জেলার মন্ডু থানার শ্রাও গ্রামে। এই দুই রোহিঙ্গা নারী কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন। তারা দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছেন। এ কারণে তারা পাসর্পোট করার উদ্দেশে ঢাকা যাচ্ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের কাউতলি এলাকায় সিএনজিতে তল্লাশি চালিয়ে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করে। পরে তারা ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট করার জন্য দালালের মাধ্যমে ঢাকা যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে ঘটনার সঙ্গে জড়িত দালালকে ডিবি পুলিশের সদস্যরা আটক করতে পারেনি। আটক দুই নারীকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

Exit mobile version