parbattanews

বড় ধরণের পাহাড় ধসে দিঘীনালা- বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুই টিলা আর্মি ক্যাম্পের পাশে পানির পয়েন্ট নামক স্থানে বড় ধরণের পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এতে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় বাঘাইছড়ি-দিঘীনালা সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দুইটিলা সেনা ক্যাম্প কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন সড়কটি সড়ক ও জনপথের আওতাধীন। তাদেরকে বিষয়টি অবগত করা হয়েছে। তবে সড়কটি থেকে ধসে পড়া মাটি সরিয়ে চলাচল উপযোগী করতে সময় প্রয়োজন বলেও তারা মনে করেন।

এদিকে অব্যাহত বর্ষণে বাঘাইছড়ির বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

জানা গেছে, বাঘাইছড়ির কাচালং মডেল উচ্চ বিদ্যালয়ের পেছনের পাহাড় ধসে পড়ায় বিদ্যালয় প্রবল ঝুঁকির মধ্যে রয়েছে। কাচালং বাজার-থানা সড়ক বাজারের মাঝ খানের ব্রিজ একপাশের মাটি ধসে গেছে।

এ ছাড়াও কাচালঙের কালী মন্দির রাস্তা সম্পূর্ণ ধসে গেছে। বাশ ফকির মাজারের সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। থানা থেকে কোনো গাড়ি বের করতে পারছে না পুলিশ। পুলিশ সদস্যরা পায়ে হেটে চলাচল করছে। মারিস্যা সড়কের দুই টিলা ছাড়াও আরো তিনটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এগুলো হলো: ৩ কিলো, ৮ কিলো, ১২ কিলো নামক স্থান।

Exit mobile version