parbattanews

বড় মহেশখালীর দারুল কোরআন সূন্নিয়া মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ

মহেশখালী প্রতিনিধি:

বড় মহেশখালীর দারুল কোরআন সূন্নিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রিড়া, সাহিত্য, সাংস্কৃতিক, পুরস্কার বিতরণী ও দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

এসময় প্রধান অতিথি বলেন, নারী শিক্ষার জন্য সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করায় বিশ্বে আজ আমরা রোড় মডেল। আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসা শিক্ষার উপর যথেষ্ট গুরুত্বারোপ করেছে ফলে তৃণমূলে নারী শিক্ষার সুফল পাচ্ছি আমরা।

এসময় নারীদের আধুনিক শিক্ষায় গড়ে তুলতে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি।

মাদ্রাসা সুপার আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরি, থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরিফ বাদশা, মোস্তাক আহমেদ, আবুল কালাম প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এহছানুল করিমের পরিচালনায় অনুষ্ঠিত বিদায়ী সমাবেশে উপস্থিত ছিলেন শওকত, মো. ওসমান, মাস্টার নজির আহমদ, আবুল কালাম, সিরাজুল ইসলাম প্রমুখ।

Exit mobile version