ভারতকে ২২৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
বাংলাদেশ নারী ক্রিকেট দল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ব্যাটিং করেছে । বিশেষ করে ফারাজানা হকের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে ২২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলেছে নারী ক্রিকেটাররা। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে এই প্রথম কোনো সেঞ্চুরি এলো কোনো নারী ক্রিকেটারের ব্যাট থেকে।
প্রথম ম্যাচে ১৫২ রান করেও দুর্দান্ত জয় পেয়েছিলো বাংলাদেশ। ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে এই প্রথম ওয়ানডেতে কোনো জয় এলো বাংলাদেশের। তবে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরে যাওয়ায় সিরিজে ১-১ সমতা বিরাজ করছিলো।
আজ সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয় অঘোষিত ফাইনালে। এই ম্যাচটিতেই টস জিতে ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিং করলেন ফারাজানা হক। ১৫৬ বল খেলে তিনি পৌঁছান তিন অংকের ঘরে। শেষ পর্যন্ত ১৬০ বলে ১০৭ রান করে রানআউট হয়ে যান ফারাজানা।